Breaking

Thanks

Thursday, February 23, 2017

How to stop windows 10 Background Apps


উইন্ডোজ ১০ ব্যবহারকারীগণ তাদের কম্পিউটারের  কর্মদক্ষতা (Performance) বাড়াতে অপ্রয়োজনীয় Background running apps চাইলে বন্ধ করে রাখতে পারেন। যারা ল্যাপটপের ব্যাটারির ব্যাকআপের সাহায়্যে প্রায় উইন্ডোজ ১০ ব্যবহার করেন তাদের জন্য অপ্রয়োজনীয় Background running apps বন্ধ করা আরো জরুরী। কেননা, অপ্রয়োজনীয় Background running apps বন্ধ করা হলে ল্যাপটপের ব্যাটারির অতিরিক্ত পাওয়ার ব্যয় করা থেকে রক্ষা পাওয়া যাবে।
অপ্রয়োজনীয় Background running apps বন্ধ করার উপায়:

প্রথমে স্টার্ট মেনু থেকে  Settings এ যান।

Settings থেকে  Privacy তে ক্লিক করুন।

Privacy আইটেমের অধীন Background apps এ ক্লিক করুন।

Background apps এ ক্লিক করার পর আপনার কম্পিউটারে চালু থাকা সকল অ্যাপসগুলোর তালিকা দেখাবে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী অ্যাপসগুলো রেখে বাকি অপ্রয়োজনীয় অ্যাপসগুলো অফ করে দিন।

ব্যাস  বন্ধ হয়ে গেলে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা অপ্রয়োজনীয় অ্যাপসগুলো। যে অ্যাপগুলোর মধ্যে হয়তো বা কোন অ্যাপস আপনি কখনোই ব্যবহারই করেননি। আর অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ থাকার ফলে আপনার কম্পিউটারের গতি যেমন বাড়ছে তেমনি কম্পিউটারের পাওয়ার সিস্টেমের অতিরিক্ত ব্যবহার কমে আসবে। ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সিস্টেমের সময়ও বৃদ্ধি পাবে।

No comments:

Post a Comment

Adbox